ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

শর্ত মানলে বকেয়া বেতন পাবেন যেসব শিক্ষকরা 

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০৮:৪৪ পিএম
ক্লাস নিচ্ছেন শিক্ষক। ছবি- সংগৃহীত

সরকারি মহাবিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়গুলোতে কর্মরত শিক্ষক-কর্মচারীরা ২০২২-২৩ অর্থবছরের বকেয়া বেতন ও ভাতা পরিশোধ করার ঘোষণা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

তবে বকেয়া বেতন ও ভাতা পেতে নির্দিষ্ট কিছু শর্ত মানতে হবে তাদের। মাউশির সহকারী পরিচালক (বাজেট) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত চিঠিতে এসব শর্ত ও প্রক্রিয়া সর্ম্পকে বিস্তারিত তথ্য জানানো হয়েছে। সোমবার (১১ আগস্ট) সোমবার মাউশির ওয়েবসাইটে এই চিঠি প্রকাশ করেছে।

শর্তগুলোর মধ্যে রয়েছে, মাধ্যমিক বিদ্যালয়গুলোকে ২০২২-২৩ অর্থবছরের বকেয়া বেতন-ভাতা প্রদানের জন্য সংযুক্ত তালিকা অনুযায়ী স্ব-স্ব প্রতিষ্ঠানের নামের পাশে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র সংযুক্ত করে তিন সেট হার্ডকপি ফাইন্যান্স এন্ড প্রকিউরমেন্ট উইং, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। 

একইভাবে, নতুন সরকারিকৃত মহাবিদ্যালয়গুলোর অবসরপ্রাপ্ত, পিআরএল ভোগরত এবং মৃত শিক্ষক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের জন্যও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একই নিয়ম মেনে তথ্য ও কাগজপত্র জমা দিতে হবে।

এছাড়াও চিঠিতে হার্ডকপি পাঠানোর বিস্তারিত ঠিকানা ও মহাবিদ্যালয়গুলোর তালিকা উল্লেখ করে দেয়া হয়েছে।