ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

জাকসুতে ভোট বিক্রির অভিনব বিজ্ঞাপন!

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৭:২০ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় একটি গাছে টাঙানো বিজ্ঞাপন। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আগে ক্যাম্পাসে দেখা গেল অদ্ভুত এক বিজ্ঞাপন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় একটি গাছে টাঙানো ওই বিজ্ঞাপনে লেখা ছিল ‘হাতে ১০০ ভোট আছে। লাগলে জানাবেন। ফিক্সড-২০ হাজার। যোগাযোগ : (ঢাকা মেট্রো-ল-৬৩৬৫৪২) আ ফ ম কামাল উদ্দিন হল–বাইক।’

এমন লেখা দেখে শিক্ষার্থীদের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজ্ঞাপনটি যে সত্যি নাকি নিছক মজা, তা নিয়ে শুরু হয় আলোচনা।

কামাল উদ্দিন হলের কয়েকজন শিক্ষার্থী জানান, বিজ্ঞাপনে উল্লেখিত নম্বর প্লেটের বাইক আছে কি না তারা নিশ্চিত নন। বিষয়টিকে তারা অনেকটাই ‘মজা’ হিসেবে দেখছেন।

তবে জাকসুর জিএস পদপ্রার্থী তৌহিদ সিয়াম বলেন, ‘যদি মজা করার জন্য করা হয়ে থাকে, তাহলে সেটা আলাদা বিষয়। কিন্তু সত্যি সত্যিই যদি কেউ ভোট বিক্রির মানসিকতা রাখে, তবে সেটা অত্যন্ত দুঃখজনক ও অনৈতিক।’

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একটি অংশ মনে করছেন, বিজ্ঞাপনটি ইচ্ছাকৃতভাবে পোস্ট করা হয়েছে নির্বাচনের পরিবেশকে ব্যঙ্গ করার জন্য। তবে কেউ কেউ এটিকে ভোট কেনাবেচার সংস্কৃতির প্রতিফলন হিসেবেও দেখছেন।