ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

এইচএসসি ফলাফল

এইচএসসিতে ভিকারুননিসার ৮০ শিক্ষার্থী ফেল, জিপিএ-৫ অর্ধেকে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১২:৫৪ পিএম
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। ছবি- সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে ৮০ জন শিক্ষার্থী ফেল করেছে। জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীও কমেছে প্রায় অর্ধেক।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, এ বছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯৭ দশমিক ৫৬ শতাংশ। আর গত বছর এই কলেজের পাশের হার ছিল ৯৯ দশমিক শূন্য ৬ শতাংশ।

এই কলেজ থেকে এবার পরীক্ষায় অংশ নিয়েছিল ২৫১৪ জন। যাদের মধ্যে পাশ করেছেন ২৪৩৪ জন পরীক্ষার্থী। অর্থাৎ, ফেল করেছেন ৮০ জন। 

ফলাফলে আরও দেখা যায়, ভিকারুননিসা থেকে এবার জিপিএ-৫ পেয়েছেন ৯৮৬ জন। গত বছর এই প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ ছিল ১ হাজার ৭৩৭ জন।

এ বছর সকল বোর্ডের গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। গত বছর এ হার ছিল ৭৭ দশমিক ৭৮। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫।

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় পাসের হারে সবচেয়ে এগিয়ে মাদরাসা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ।

এই হিসাবে সবচেয়ে পিছিয়ে কুমিল্লা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৪৮ দশমিক ৮৬ শতাংশ।

এ ছাড়া, ঢাকা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ৬২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৫৯ দশমিক ৪০ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ৮৬ শতাংশ, যশোর বোর্ডে ৫০ দশমিক ২০ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে ৫২ দশমিক ৫৭ শতাংশ, বরিশাল বোর্ডে ৬২ দশমিক ৫৭শতাংশ, সিলেট বোর্ডে ৫১ দশমিক ৮৬ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৫৭ দশমিক ৪৯ শতাংশ, ময়মনসিংহ বোডে ৫১ দশমিক ৫৪ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ৬২ দশমিক ৬৭শতাংশ।

এ বছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। গত বছর এ হার ছিল ৭৭ দশমিক ৭৮। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫।

এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৬৯ হাজার ৯৭ জন শিক্ষার্থী। যা গত বছর ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।

এ হিসাবে জিপিএ-৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। অর্থাৎ, জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী কমেছে অর্ধেকের বেশি।

ফলাফলে দেখা যায়, সব বোর্ড মিলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন। অর্থাৎ জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা।