ঢাকা বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

প্রথমবার জুটি হচ্ছেন শিপন-মিষ্টি জান্নাত

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০৪:৩৬ পিএম
চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ছবি- সংগৃহীত

প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক শিপন মিত্র ও চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সিনেমার নাম ‘বিবর’। সম্প্রতি সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন তারা। দেওয়ান নাজমুলের গল্পে ও বাবুল রেজার সংলাপে সিনেমাটি পরিচালনা করছেন সায়মন তারিক।

এরই মধ্যে সিনেমাটির একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। ১০০ মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় গানটির শিরোনাম ‘অল্প কথার গল্প তুমি’। দ্বৈতভাবে গেয়েছেন সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী মোহাম্মদ মিলন ও সানজিদা রিমা। সালাউদ্দিন সাগরের কথায়, পলক হাসানের সুরে গানটির সংগীতায়োজন করেছেন এ এন ফরহাদ।

এ প্রসঙ্গে পরিচালক সায়মন তারিক দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘চলতি মাসের শেষের দিকে বিবর সিনেমার কাজ শুরু হবে। একটানা কাজ করে এর দৃশ্য ধারণ শেষ হবে। এরই মধ্যে একটি গানের কাজ শেষ হয়েছে। দর্শক এই সিনেমার মাধ্যমে নতুন একটি জুটি উপহার পেতে যাচ্ছে।’

মিষ্টি জান্নাত বলেন, ‘অন্যরকম একটি গল্পে কাজ করতে যাচ্ছি। গল্পটা পছন্দ হওয়াতে কাজটি করতে আগ্রহী হয়েছি। মানসিক বিপর্যয়ের কারণে গত মাসে নির্ধারিত শুটিং শুরু করতে পারিনি। এখন আবার নতুন উদ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছি।’

সায়মন তারিক টিম অ্যান্ড ব্রাদার্স চলচ্চিত্রের ব্যানারে সিনেমাটিতে আরও অভিনয় করছেন শাকিবা, জান্নাত আফরিন, কামরুল ইসলাম বাহার, আলমগীর কবির, নাবিলা চৌধুরী, সিমু লিজা, সোনিয়া সুলতানা, সানজিদা কামিজ, শাওন আশরাফ ও ওমর মালিক। সিনেমাটি প্রযোজনা করছেন আশরাফুল ইসলাম জুয়েল।