বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি জাতির নৈতিকতা যখন ক্ষয়প্রাপ্ত হয়, তখন কাঠামোগত বা মূলনীতিগত পরিবর্তনের মাধ্যমে সমস্যা সমাধান সম্ভব নয়। সমস্যার একমাত্র কার্যকর উপায় হলো রাষ্ট্রের কাঠামোগত ও নেতৃত্বের গুণগত পরিবর্তন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) যুক্তরাজ্যের বার্মিংহামে প্রবাসী ভয়েস ইউকে মিডল্যান্ডসের আয়োজনে একটি সুধী সমাবেশে মিয়া গোলাম পরওয়ার এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দেশের নেতৃত্বের নৈতিক পরিবর্তন ঘটলে বিমানবন্দরসহ প্রবাসীদের যেকোনো ধরনের হয়রানি স্বয়ংক্রিয়ভাবে সমাধান হবে। মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, দীর্ঘ সময়ের ফ্যাসিবাদি শাসন রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানকে তছনছ করে দিয়েছে। দেশপ্রেমিক ইসলামী সরকার প্রতিষ্ঠিত হলে প্রবাসীদের দাবি জানাতে হবে না, এবং জামায়াত এসব দাবি পূরণে সব ধরনের উদ্যোগ নেবে।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে জামায়াত সর্বদা সর্বোচ্চ ভূমিকা রেখেছে। তিনি জানান, ফ্যাসিবাদি শাসনামলে জামায়াতকে বহু নির্যাতন সহ্য করতে হয়েছে। কেন্দ্রীয় ও জেলা/উপজেলার অফিসগুলো বন্ধ করা হয়েছিল, শীর্ষ নেতৃত্বকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং সর্বশেষ জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। তবে ২৪-এর ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে, যা আল্লাহর করুণায় সম্ভব হয়েছে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন ছাড়া আখিরাতের সফলতা সম্ভব নয়। তিনি সকলকে আহ্বান জানান, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশ, জাতি ও সত্যের পক্ষে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে তাদের অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে।
সমাবেশে প্রবাসী ভয়েসের সভাপতি সৈয়দ জামিরুল ইসলাম বাবু সভাপতিত্ব করেন। মাওলানা সাইফুদ্দিন অনুষ্ঠান পরিচালনা করেন। প্রবাসী ভয়েসের সেক্রেটারি আব্দুস সালাম মোহাম্মদ মাসুম স্মারকলিপি পাঠ করেন। অন্যান্য বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ফরিদ মিয়া, মাওলানা লুৎফর রহমান বেলাল, ব্যারিস্টার আব্দুল্লাহ মোহাম্মদ ইসমাঈল, ব্যবসায়ী আব্দুল মালিক পারভেজ, খেলাফত মজলিস নেতা এনামুল হাসান ছাবি, হাবিবুর রহমান, ডক্টর এমএ মতিন, খন্দকার কবির উদ্দিন ও তানজিম মাহবুব।


