গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অল্পের জন্য এক বড় ধরনের ট্রাকচাপা দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পেয়েছেন। এই চরম বিপদ থেকে বেঁচে যাওয়ায় তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দিয়ে তিনি এই দুর্ঘটনার কথা জানিয়েছেন।
পোস্টে রাশেদ খান লেখেন, ‘মহান আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় সামান্যের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। গণসংযোগ করতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতবেগে আসা একটি ট্রাকের চাপা থেকে সামান্যের জন্য রক্ষা পেয়েছি। পেছন থেকে আমার শ্যালক আমাকে টান দিয়ে না ধরলে বড় ধরনের বিপদ হতে পারত। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।’
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে গণঅধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত এক পথসভায় তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির অভিভাবক নন, তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক।
উল্লেখ, গণঅধিকার পরিষদ থেকে ট্রাক মার্কা নিয়ে ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) সংসদীয় এলাকায় নির্বাচন করবেন তিনি।


