ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই মায়ের কাছে ফিরবেন তারেক রহমান

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৯:৫৪ এএম
মায়ের সঙ্গে তারেক রহমান। ছবি - সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে এবং তাকে বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা না দেখা দিলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গতকাল সন্ধ্যায় বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে মির্জা ফখরুলের উদ্ধৃতি দিয়ে একটি পোস্টে বলা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর তারেক রহমান তার দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। একইদিন বিকেলে নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি অনুরূপ বক্তব্য দেন।

দলীয় সূত্র জানায়, আজ বুধবার চীন ও যুক্তরাজ্য থেকে দুটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় আসার কথা রয়েছে। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে কি না- সে বিষয়ে মত দেবেন তারা। তাদের মতামতের ওপরই নির্ভর করছে তারেক রহমানের দেশে ফেরার সময়সূচি।

পরিস্থিতি অনুকূলে থাকলে চিকিৎসার জন্য সিঙ্গাপুরকে অগ্রাধিকার দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে তারেক রহমান সেখানেই মায়ের পাশে অবস্থান করবেন। আর খালেদা জিয়াকে বিদেশে নেওয়া সম্ভব না হলে তিনি দ্রুত ঢাকায় ফিরবেন বলে দলীয় একাধিক সূত্র জানিয়েছে।

প্রায় ৮০ বছর বয়সি খালেদা জিয়া হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা জানান, তার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ রয়েছে। রোববার রাতে হঠাৎ অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

তারেক রহমান ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। গত বছরের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার কয়েকটি মামলার রায় বাতিল বা অব্যাহতি পাওয়া যায়। এরপর থেকেই তার দেশে ফেরার আলোচনা জোরদার হয়েছে।

গত সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। গুলশানের দলীয় কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্বও করেন তিনি।

এদিকে, গত শনিবার লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, সংকটকালে মায়ের কাছে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতা তার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছে। পরিস্থিতি অনুকূলে এলেই দেশে ফিরবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকেও বক্তব্য আসছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যেই তাকে ‘ট্রাভেল পাস’ দেওয়া হবে। তবে তিনি এখনো এ বিষয়ে আবেদন করেননি বলে জানান উপদেষ্টা।

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে কারো নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সরকার সবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।