ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

৮ কুকুরছানা হত্যা: আসামি নিশির জামিন নামঞ্জুর

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৬:২৪ পিএম
আসামি নিশি রহমানকে আদালতে নেওয়া হয়। ছবি- রূপালী বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে ৮ কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া নিশি রহমানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত–২ এর বিচারক তরিকুল ইসলাম এ আদেশ দেন। আদালত আগামী রোববার এ মামলার জামিন শুনানির তারিখ ধার্য করেছেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে ঈশ্বরদী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে আট কুকুরছানা হত্যার অভিযোগে ঈশ্বরদী ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমান নয়নের স্ত্রী নিশি রহমানকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলা হওয়ার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে নিশি রহমানকে গ্রেপ্তার করে।