ঢাকা বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫

চিরচেনা ছন্দে বিরাট, ২২ গজে ফের রাজত্ব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৫, ০৬:৪৫ পিএম
বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

গ্যালারির গর্জন যেন তখন শুধু এক নামেই স্থির—কোহলি....কোহলি। অফস্টাম্পের ওপর সামান্য লেন্থের বল, নড়াচড়া ছাড়া এক আলতো টাচ। লং অনের ফাঁকা জায়গার দিকে ঠেলে দিতেই শুরু দৌড়। ব্যাটে ছোঁয়া পড়ার সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামের প্রতিটি কোণ ভরে গেল উল্লাসে। ইতিহাস লেখা হয়ে গেছে বুঝতে আর কারও বাকি রইল না।

অলিম্পিক চ্যাম্পিয়নের মতো লাফিয়ে উঠে কোহলি উদযাপন করলেন নিজের আরেকটি শতক। হেলমেট খুলে গ্যালারির দিকে তাকিয়ে সম্মান জানালেন, যেন দর্শকদের ভালোবাসার জবাব দিলেন বাইশ গজের রাজা। প্রথম ওয়ানডেতে যেখানে থেমেছিলেন, দ্বিতীয় ম্যাচে যেন সেখান থেকেই গল্পটা নতুন করে শুরু করলেন ভারতীয় তারকা।

মাত্র ৯০ বল। টানা দ্বিতীয় ম্যাচে শতক। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তার ৮৪তম সেঞ্চুরি। সামনে এখনো শচীন টেন্ডুলকার—একশ’ সেঞ্চুরির পাহাড়সম রেকর্ড, যার ৫১টি টেস্টে। শচীনের সেই অমর কীর্তির দিকে কোহলি এক ধাপ এক ধাপ করে এগোচ্ছেন, সময়কে যেন নিজের পক্ষে আনছেন।

ক্রিকেটের এক ফরম্যাটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল লিটল মাস্টারের দখলে। রাঁচির প্রথম ম্যাচেই সেই মাইলফলক ছুঁয়ে ফেলেছিলেন কোহলি। আর আজ জানসেনের বলে সিঙ্গেল নিয়ে পূর্ণ করলেন ৫৩তম ওয়ানডে সেঞ্চুরি—নিজেকে নিয়ে গেলেন আরও এক ধাপ ওপরে।

আরেকটি অনন্য রেকর্ডও গড়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে টানা দু’বার শতক হাঁকিয়েছেন মোট ১১ বার। বিশ্বের আর কোনো ব্যাটারের এমন অর্জন নেই। এই তালিকায় পরের নামটা সাবেক প্রোটিয়া তারকা এবি ডিভিলিয়ার্সের।

ভেন্যু সংখ্যার হিসাবেও কোহলি এখন অনন্য। বিভিন্ন মাঠে সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরির রেকর্ড (৩৪*) এখন তারই দখলে। এরপরেই রয়েছেন শচীন টেন্ডুলকার (৩৪), রোহিত শর্মা (২৬), হাশিম আমলা (২১) ও এবি ডিভিলিয়ার্স (২১)।

তবে শতকের পর দীর্ঘ সময় ক্রিজে থাকতে পারেননি ভারতের এই মহাতারকা। ১০২ রান করে এনগিডির বলে মার্করামের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। কিন্তু ততক্ষণে ম্যাচের রঙ বদলে দিয়েছেন সম্পূর্ণভাবে।