ঢাকা বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

রাকসু নির্বাচন

আড়াই ঘণ্টায় ভোট পড়েছে ২১ শতাংশ : প্রধান রিটার্নিং কর্মকর্তা

রাবি প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১২:০২ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টায় শুরু হওয়া ভোটে বেলা ১১টা ২০ মিনিট পর্যন্ত মোট ২১ শতাংশ ভোটগ্রহণ হয়েছে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান।

বেলা সাড়ে ১১টার দিকে তিনি বলেন, ‘আমাদের অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। শিক্ষার্থীরা ভোট নিয়ে অত্যন্ত প্রফুল্ল। ইতিমধ্যে ২১ শতাংশ ভোট পড়েছে।’

উল্লেখ্য, এবারের রাকসুতে মোট ২৮ হাজার ৯০১ জন ভোটার ভোট দেবেন। নির্বাচনে মোট ৮৬০ জন প্রার্থী রয়েছে।

এ ছাড়াও সিনেটে ছাত্র প্রতিনিধি ৫ পদে মোট ৫৮ জন প্রার্থী লড়বে। আজ সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট বিকেল ৪টা পর্যন্ত ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।