জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন। তিনি ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে রুপালী পর্দায় যাত্রা শুরু করেন।
অভিনয় জগতে পদার্পণের আগে তিনি সফল মডেল হিসেবে কাজ শুরু করেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন পিয়া জান্নাতুল।
তিনি লিখেছেন, ‘এই বৃষ্টিভেজা দিনে যদি কোনো অসহায় প্রাণী আপনার আশেপাশে আসে, একটু জায়গা দিন। আর যদি বাসায় অতিরিক্ত বা বেঁচে যাওয়া খাবার থাকে, ডাস্টবিনে না ফেলে ওদের দিয়ে দিন।’
পিয়া আরও লেখেন, ‘হয়তো আমরা ওদের ঠিকমতো ভালোবাসা বা যত্ন দিতে পারি না, কিন্তু এটুকু সহানুভূতি দেখানো আমাদের পক্ষেও সম্ভব। এই পৃথিবীতে শুধু মানুষ নয়, ওরাও বাঁচার অধিকার নিয়ে এসেছে।’
পোস্টের শেষে তিনি লেখেন, ‘‘এই ক’টা দিনের জন্য হলেও আপনার ছোট্ট সহানুভূতি ওদের জন্য হবে একটি নিরাপদ আশ্রয়।’’
প্রসঙ্গত, শোবিজ জগতের পাশাপাশি পিয়া জান্নাতুল আইন পেশাতেও যুক্ত। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। একসময় তিনি হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের সঙ্গে কাজ করেছেন।