দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য-এর বিবাহবিচ্ছেদকে ঘিরে দীর্ঘ সময় ধরে নানা সমালোচনা এবং জল্পনা চলেছিল। বিচ্ছেদের পর নাগা চৈতন্য জীবন গুছিয়ে নিচ্ছিলেন, কিন্তু সামান্থা তখন অভিনয় থেকে অনেক দূরে ছিলেন। সেই সময়ে তিনি ব্যক্তিগত বিরহ এবং মায়োসাইটিসের মতো গুরুতর রোগের সঙ্গে লড়াই করেছিলেন।
চার বছর পর সামান্থা এবার নীরবতা ভাঙলেন।
এক সাক্ষাৎকারে তিনি জানান, বিবাহবিচ্ছেদের পর থেকেই জনসাধারণের কঠোর নজর ছিল তার উপর। নিজের প্রতি সৎ থাকার চেষ্টা করেও তিনি বারবার সমালোচনা ও প্রতিকূল প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছেন।
সামান্থা বলেন, আমি সবসময় বাস্তবটাই তুলে ধরতে চেয়েছি। যারা আমাকে অনুসরণ করেন, তারা আমার ব্যক্তিগত সংগ্রামের সঙ্গে পরিচিত। বিচ্ছেদ ও অসুস্থতা-সবকিছুই আমি জনসমক্ষে এনেছি।
তিনি আরও বলেন, অনেকে ট্রল করেছেন, অনেকে মতামত দিয়েছেন। আমি নিখুঁত নই, ভুল হতে পারে। হোঁচট খেতে পারি, তবে আরও ভালো হওয়ার চেষ্টা করছি।
সাক্ষাৎকারে সামান্থার ব্যক্তিগত সংগ্রামের বিষয়টি উঠে এসেছে, যা তার ভক্ত ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য নতুন প্রেক্ষাপট দিয়েছে।