ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

শারমিন-জ্যোতির জুটিতে জয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৯:৪৯ পিএম
ব্যাট হাতে লড়াই করছে শারমিন আক্তার সুপ্তা। ছবি-আইসিসি

নারী ওডিআই বিশ্বকাপের নিজেদের ৬ষ্ঠ ম্যাচে শ্রীলঙ্কার দেওয়া ২০৩ রানের জবাবে নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তার জুটিতে জয়ের পথে এগোচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আজ সোমবার (২০ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারের আগে অলআউট হয়ে যায় লঙ্কানরা। অলআউট হওয়ার আগে ৪৮.৪ ওভার ব্যাট করে ২২০ রান সংগ্রহ করে চামারি আতাপাত্তুর দল।

শ্রীলঙ্কার দেওয়া ২০৩ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ২ রানের মাথায় দলকে চাপে ফেলে শূন্য রানে বিদায় নেয় বাংলাদেশের ওপেনার রুবিয়া হায়দার ঝিলিক।

ঝিলিক আউট হলেও ক্রিজে আসে শারমিন আক্তার, মাঠে এসে আরকে ওপেনার ফারজানা হক পিংকির সাথে জুটি গড়ার চেষ্টা করে শারমিন। দলীয় ২৪ রানের মাথায় ব্যাক্তিগত ৩৫ বলে ৭ রান করে রানআউটের শিকার হয় পিংকি।

২৪ রানে ২ ওপেনারকে হারিয়ে আরও বেশি চাপে পড়ে দল। সেই চাপ না কাটিয়ে উঠতেই আবারও ৪৪ রানের মাথায় উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের স্কোরবোর্ডে যখন ১৫.ও ওভারে ৪৪ রানে ৩ উইকেট, তখন মনে হচ্ছে বড় ব্যবধানে হারতে বসেছে জ্যোতির দল।

৪৪ রানের ৩ উইকেট পঢ়ার পর মাঠে ব্যাট আসে দলীয় অধিনায়ক জ্যোতি, মাঠে নেমে আরেক ব্যাটার শারমিন আক্তারকে সাথে গড়ে তুলে দারুণ জুটি। দুজনের জুটিতে এগিয়ে চলছে বাংলাদেশ। এরই মধ্যে ব্যাট হাতে ফিফটির দেখাও পেয়ে গেছে শারমিন আক্তার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩৩.১ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১১৭ রান। ক্রিজে ৭৬ বলে ৬০ রানে খেলছে শারমিন এবং ৫০ বলে ৩২ রানে ব্যাট করছে নিগার সুলতানা জ্যোতি।

বল হাতে শ্রীলঙ্কার হয়ে ১টি করে উইকেট নেয় উদেশিকা প্রবোধনি ও সুগন্দিকা কুমারী।