ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

স্পিনে ভরসা বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৮:২২ পিএম
ছবি- সংগৃহীত

মিরপুরের পিচে কীভাবে ব্যাট করতে হবে—এ প্রশ্নটি মঙ্গলবারের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয়ের জন্যই ধাঁধার মতো হয়ে দাঁড়িয়েছে। 

ম্যাচের আগের দিন বাংলাদেশ ব্যাটসম্যানরা দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলনে ব্যয় করেছেন, মাঠে একটি বৃত্তে দাঁড়িয়ে হেড কোচ ফিল সিমন্সের নির্দেশনা শুনেছেন।

জানা গেছে, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজস্পিন কৌশলকে আরও জোরদার করবে। বাংলাদেশের ওডিআই স্কোয়াডে নতুন করে যোগ হয়েছেন নাসুম আহমেদ। এবং ওয়েস্ট ইন্ডিজ দলে যুক্ত হয়েছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার আকিল হোসেন।

সম্প্রতি আফগানিস্তানের সঙ্গে তিনটি টি২০ ম্যাচে নাসুম পাঁচ উইকেট নিয়েছেন, যা ওই সিরিজে রশিদ খান ছাড়া কেউ আর পাননি। 

তবে ব্যাটিংয়ে বাংলাদেশের আরও উন্নতির প্রয়োজন রয়েছে। প্রথম ওয়ানডেতে তারা মাত্র ২০৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছিল, যেখানে তৌহিদ হৃদয় একমাত্র হাফ সেঞ্চুরি করেছেন, এবং মাহিদুল ইসলামও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন (৭৬ বলে ৪৬ রান)।

এদিকে, ওয়েস্ট ইন্ডিজও ব্যাটিংয়ে ভালো করার চেষ্টা করছে, কারণ প্রথম ম্যাচে তারা মাত্র ১৩৩ রানে অল-আউট হয়েছিল। ব্র্যান্ডন কিং ও আলিক এথানাজ স্পিনারদের বিরুদ্ধে আক্রমণাত্মক ছিলেন, তবে রিশাদের শিকার হয়ে গেছেন।