ঢাকা মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

লিভারপুলকে হারিয়ে আশার আলো দেখাচ্ছে ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৯:০৯ পিএম
ছবি- সংগৃহীত

ম্যানচেস্টার ইউনাইটেড জন্য লিভারপুলের মাঠে দশ বছর পর জয় কেবল এক নজির নয়, বরং আগামী দিনের সম্ভাবনার চিহ্ন হতে পারে। তবে এই জয়ের মানে কি আসলেই বড় পরিবর্তনের সূচনা, নাকি শুধুই সাময়িক উদ্দীপনা, তা এখনই বলা যাচ্ছে না।

রুবেন আমোরিমের শিষ্যরা শেষ সময়ের গোলে ২-১ ব্যবধানে লিভারপুলকে হারিয়ে জয় তুলে নিল। এই জয়ের ফলে ইউনাইটেডে আশার আলো ফুটেছে। তবে কোচ অ্যামোরিম জানেন, ইতিবাচক মনোভাব বজায় রাখা এবং ধারাবাহিকতা তৈরি করাই এখন প্রধান চ্যালেঞ্জ।

রুবেন আমোরিম  বলেছিলেন, আমাদের খেলা খুব নিখুঁত ছিল না, তবে দলের স্পিরিট দুর্দান্ত ছিল। সেটিই আমি চাই।

এই জয়ের পেছনে অবশ্যই রয়েছে নতুন গোলরক্ষক সেন ল্যামেন্সের অবদান। ২৩ বছর বয়সী বেলজিয়ান গোলরক্ষক তার ডেবিউ ম্যাচে ক্লিন গোল শট ধরে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন। লিভারপুলের চাপেও ল্যামেন্স সতর্ক থেকে গুরুত্বপূর্ণ সেভ করেছেন। 

অ্যামোরিম বলেন, আমরা জিতেছি ল্যামেন্সের কারণে। সে তার খেলার মানের দৃষ্টান্ত দেখিয়েছে।

ফ্রন্টে, ব্রায়ান মেবেউমো এবং আমাদ ডায়ালোর জুটি গত ম্যাচগুলোতে ইউনাইটেডের আক্রমণকে শক্তিশালী করেছে।