সাতক্ষীরার পাটকেলঘাটায় সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, মাদক, চোরাচালান ও ভূমিদস্যুতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আইনশৃঙ্খলাবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ অক্টোবর) তালা উপজেলার পাটকেলঘাটা থানার উদ্যোগে খলিষখালী বাজার সংলগ্ন এলাকায় এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পাটকেলঘাটা থানার ওসি শেখ শাহীনুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি বলেন, ‘মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ, ভূমিদস্যুতা ও চোরাচালানের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এসব অপরাধ নির্মূলে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতাও জরুরি। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টাই পারে একটি নিরাপদ সমাজ গড়তে।’
সভায় আরও বক্তব্য রাখেন তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার শেখ মো. নূরুল্লাহ, ডিআইও-১ (ডিএসবি) মো. মনিরুল ইসলাম, খলিষখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাবির হোসেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
সভায় বক্তারা পাড়ায়-মহল্লায় অপরাধ দমনে সামাজিক ঐক্য ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।