নারী ওডিআই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে হাসিনি পেরেরার ৮৫ রানের ইনিংসে ভর করে বাংলাদেশকে ২০৩ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা নারী দল। এদিন নির্ধাারিত ৫০ ওভারের আগেই (৪৮.৪) অলআউটের শিকার হয় শ্রীলঙ্কা।
আজ সোমবার (২০ অক্টোবর) খেলাটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়। এ দিন টস হেরে বোলিংয়ে নামে নিগার সুলতানা জ্যোতির দল।
লঙ্কানদের হয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করে দলীয় অধিনায়ক চামারি আতাপাত্তু ও ভিশ্মি গুনারত্নে। এ দিন ব্যাট হাতে প্রথম বলেই ধাক্কা খায় শ্রীলঙ্কা। ইীনংসের প্রথম বলেই বাংলাদেশি পেসার মারুফার বলে উইকেট হারিয়ে বসে আতাপাত্তুর দল।
শূন্য রানে উইকেট হারিয়ে দারুণভাবে ব্যাট হাতে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। তিন নম্বরে ব্যাটিংয়ে আসা পেরেরাকে সাথে নিয়ে আতাপাত্তু পাওয়ার প্লেতে তুলে নেয় ৬৪ রান।
পাওযার প্লে শেষ হওয়ার পর টানা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কানরা। স্কোরবোর্ডে যখন শ্রীলঙ্কার রান ১০০, তখনই সাজঘরে ফেরে ৪ লঙ্কান ব্যাটার। এই চাপ থেকে দলকে ব্যাট হাতে টেনে নিয়ে যান হাসিনি পেরেরা। নিলাক্ষিকা সিলভাকে সাথে নিয়ে গড়ে তুলেন ৭৪ রানের জুটি।
দলীয় ১৭৪ রানের মাথায় ব্যাক্তিগত ৩৮ বলে ৩৭ রান করে সাজঘরের পথ ধরেন নিলাক্ষিকা সিলভা। সিলভা আউট হলে ঘুরে যায় ম্যাচের চিত্র। একটা সময় মনে হয়েছিল ২৮০-২৯০ রানে দিয়ে দাঁড়াবে শ্রীলঙ্কার সংগ্রহ।
তবে মিডেল ওভারে বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে সুবাধে ব্যাটিং বিপর্যয়ে পড়ে লঙ্কানার। ১৭৪ রানে ৪ উইকেট থেকে ১৮২ রানে নেই ৮ উইকেট। মাত্র ৮ রানের মাঝে সাজঘরে ফেরে ৪ ব্যাটার।
শেষদিকে প্রবোধনি ও মালকি মাদারার টেস্ট গতির জুটিতে ভর করে টেনেটুনে ২০০ পার করে চামারি আতাপাত্তুর দল। ৪৮.৪ ওভার ব্যাট করে ১০ উইকেট হারিয়ে ২০২ রানে গিয়ে থামে লঙ্কানদের ইনিংস।
ব্যাট হাতে শ্রীলঙ্কার হয়ে ৪৩ বলে ৪৬ রান করে চামারি আতাপাত্তু, ৩৮ বলে ৩৭ রান করে নিলাক্ষিকা সিলভা এবং ৯৯ বলে ৮৫ রান করে হাসিনি পেরেরা।
বল হাতে বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেয় স্বর্ণা আক্তার, ২টি উইকেট নেয় রাবেয়া খাতুন এবং ১টি করে উইকেট নেয় মারুফা আক্তার, নিশিতা আক্তার নিশি ও নাহিদা আক্তার।
এই ম্যাচে বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৩০০ বলে ২০৩ রান।