ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বিজ্ঞাপনের বাজেট ১৫০ কোটি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৪:২০ পিএম
রণবীর সিং, ববি দেওল ও শ্রীলীলা। ছবি- সংগৃহীত

বিজ্ঞাপনী দুনিয়ায় নতুন ইতিহাস গড়তে যাচ্ছে ভারত। এক মেগা প্রজেক্টে তারা বানাতে চলেছে নতুন একটি বিজ্ঞাপন। জওয়ানের পরিচালক অ্যাটলি কুমার এবার পরিচালনা করছেন দেশের সবচেয়ে ব্যয়বহুল বিজ্ঞাপন—চিং'স দেশি চাইনিজ-এর জন্য তৈরি হচ্ছে এই সিনেম্যাটিক অ্যাড, যার বাজেট প্রায় ১৫০ কোটি টাকা।

‘এজেন্ট চিং অ্যাটাকস’ শিরোনামের এই বিজ্ঞাপনে থাকছেন বলিউড তারকা রণবীর সিং, ববি দেওল এবং দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা শ্রীলীলা। তিন তারকার অন-স্ক্রিন রসায়ন নিয়ে এরইমধ্যে এই বিজ্ঞাপন রয়েছে আলোচনার তুঙ্গে।

অ্যাটলি-স্টাইলের এই বিজ্ঞাপনে থাকবে বিশাল সেট, দৃষ্টিনন্দন ভিএফএক্স এবং একাধিক শুটিং লোকেশন, যা দেখতে হবে যেন এক পূর্ণাঙ্গ ব্লকবাস্টার সিনেমা।

জানা গেছে, ১৫০ কোটি টাকার এই প্রজেক্টের বাজেট সাম্প্রতিক বলিউড ব্লকবাস্টার যেমন, ‘ছাভা’ (১৩০ কোটি) এবং ‘রেইড ২’ (১২০ কোটি)-কেও ছাড়িয়ে গেছে।

‘জওয়ান’-এর পর এটিই অ্যাটলির প্রথম বাণিজ্যিক কাজ। তার লক্ষ্য, ব্র্যান্ড প্রচারণাকে সিনেমার উচ্চতায় তুলে ধরা, যেখানে গল্প, আবেগ ও স্টাইল মিলবে একসঙ্গে।

দক্ষিণী সৌন্দর্য শ্রীলীলা এই বিজ্ঞাপনে নিয়ে আসছেন নতুন সতেজতা ও আকর্ষণ। অন্যদিকে রণবীর সিং ফিরছেন তার জনপ্রিয় চরিত্র ক্যাপ্টেন চিং হিসেবে আরও অ্যাকশন, আরও হাস্যরস ও আরও বড় মঞ্চে।