দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যার কারণে দেশের উত্তরাঞ্চলের শিল্প ও কৃষি ক্ষেত্রে তীব্র বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। বিশেষ করে আমন ধান সম্পূরক সেচ মৌসুমে উত্তরাঞ্চলের ১৬ জেলায় বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত দেখা দিয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
দিনাজপুরের পার্বতীপুর কয়লাখনির কাছাকাছি অবস্থিত ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন আগেই আংশিকভাবে বন্ধ ছিল।
২ নং ইউনিট (১২৫ মেগাওয়াট): ২০২০ সালের নভেম্বর থেকে মেরামতের কারণে উৎপাদন বন্ধ।
৩ নং ইউনিট (২৭৫ মেগাওয়াট): গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৮:৩৫ মিনিটে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ।
১ নং ইউনিট (১২৫ মেগাওয়াট): সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় বন্ধ হয়ে গেছে।
ফলে এখন কেন্দ্রের সকল ইউনিটই বন্ধ, যার কারণে উত্তরে বিদ্যুৎ সরবরাহ স্থগিত।
ইউনিট বন্ধ হওয়ায় উত্তরাঞ্চলের ভারী ও মাঝারি শিল্পকারখানা এবং কৃষিক্ষেত্রে বিদ্যুতের চরম সংকট দেখা দিয়েছে। বিশেষ করে ধান চাষের জন্য ব্যবহৃত সেচ যন্ত্রগুলো বন্ধ থাকায় কৃষকরা সমস্যায় পড়েছেন।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ‘যান্ত্রিক ত্রুটির কারণে ১ ও ৩ নং ইউনিট বন্ধ হয়ে গেছে। ২ নং ইউনিট আগে থেকেই মেরামতের কারণে বন্ধ। মেরামত না করা পর্যন্ত কোনো ইউনিট চালু করা সম্ভব নয়। আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।’
তার মতে, ইউনিটগুলো সতর্কতার সঙ্গে মেরামত না করা পর্যন্ত উৎপাদন পুনরায় শুরু করা যাবে না।