ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বৃষ্টি-লঘুচাপ নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৮:১৫ পিএম
আবহাওয়া অধিদপ্তর। ছবি- সংগৃহীত

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা ধীরে ধীরে আরও ঘনীভূত হতে পারে।

সোমবার (২০ অক্টোবর) প্রকাশিত এক আবহাওয়া বার্তায় জানানো হয়, লঘুচাপের প্রভাবে মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে প্রধানত শুষ্ক থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। একইভাবে, পরবর্তী ২৪ ঘণ্টাতেও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

অন্যদিকে দেশের বাকি অংশে আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকবে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা ক্রমে বৃদ্ধি পেতে পারে।