ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৪:২২ পিএম
রাজধানীতে বৃষ্টির দিনে ছাতা হাতে পথযাত্রী।

দেশের ওপর দিয়ে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়। আবহাওয়া পর্যবেক্ষণকারী বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এমন তথ্য দিয়েছে। সংস্থাটি বলছে, ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে এই বৃষ্টিবলয় সক্রিয় থাকবে। সংস্থাটি এই বৃষ্টিবলয়ের নাম দিয়েছে ‘আঁখি’।

সোমবার (২০ অক্টোবর)  ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানায় সংস্থাটি। পোস্টে তারা উল্লেখ করেন, দেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় আঁখি। এটি একটি খুবই শক্তিশালী বৃষ্টিবলয়। এটি প্রায় পূর্ণাঙ্গ বৃষ্টিবলয়। মানে এই বৃষ্টিবলয়ে দেশের প্রায় সকল এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা আছে।

‘আঁখি’ একটি ক্রান্তীয় বৃষ্টিবলয় ও শক্তিশালী বৃষ্টিবলয়, যা দেশের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি ঘটতে পারে। এর সম্ভাব্য সময়সূচি ২৪ অক্টোবর থেকে ২৯ বা ৩০ শে অক্টোবর পর্যন্ত। বার্তায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এদিকে বেশ কয়েকদিন ধরে বৃষ্টিহীন রাজধানীসহ দেশের প্রায় সব এলাকা। বৃষ্টি না থাকায় বেড়েছে গরমের তীব্রতা। ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে ওঠেছে সবাই। আবহাওয়া অধিদপ্তর বলছে, চলতি সপ্তাহেই দেশের কয়েক বিভাগে হতে পারে বৃষ্টি। এ অবস্থায় কমতে পারে গরমের তীব্রতা।

সোমবার (২০ অক্টোবর) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হতে পারে।