জুলাই অভ্যুত্থানের পর দেশকে সুন্দর করে গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু রাজনীতিবিদরা ঐক্য হারিয়ে ফেলেছেন— এমন আক্ষেপ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘চারদিকে যখন একটা অনৈক্যের সুর তখন আমরা অনেকেই হতাশ হচ্ছি।’
মির্জা ফখরুল বলেন, দেশে ‘অস্থিরতা’ চলছে।
‘আমাদের এখন একটা ক্রান্তিকাল চলছে, ট্রানজিশনাল পিরিয়ড, খুব অস্থিরতা আছে। এখানে তো সব জেন-জি। ওদের চিন্তা, ওদের ভাবনা এবং আমাদের চিন্তা-ভাবনার মধ্যে আকাশ-পাতাল তফাৎ। কারণ বয়স, প্রজন্মের যে পার্থক্য এটা অস্বীকার করার তো উপায় নেই’, যোগ করেন বিএনপির মহাসচিব।
তিনি আরও বলেন, ‘রাজনীতির মধ্যে যদি সৌন্দর্য না আনা যায়, সততা না আনা যায়, রাজনীতির মধ্যে যদি স্বপ্ন পূরণ করবার ও লক্ষ্যে দৌড় দেবার ইচ্ছা তৈরি করা না যায়—রাজনীতি কখনোই সুন্দর হবে না।’
‘ক্ষমতায় এসে সম্পদ তৈরি করার মানসিকতা থাকলে মানুষের ঘৃণা ছাড়া কিছু অর্জন হয় না,’ যোগ করেন মির্জা ফখরুল।