ঢাকা বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-১৭ আসনে প্রার্থী হিসেবে আলোচনায় যারা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫, ০৮:১০ পিএম
ছবি- সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে জমেছে নির্বাচনী প্রচারণা। যদিও বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। তারপরও ভোটারদের দুয়ারে ছুটছেন প্রার্থীরা। রাজধানীর অভিজাত আবাসিক এলাকা গুলশান-বনানী-বারিধারা। পাশেই ঢাকা সেনানিবাস, মহাখালী ও ভাসানটেক। এসব এলাকা নিয়ে গঠিত সংসদীয় আসন ঢাকা-১৭।

মর্যাদাপূর্ণ এ আসনটি বিএনপি ছেড়ে দিতে পারে বিজেপির আন্দালিব রহমান পার্থকে। বিএনপির বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশীও মাঠে, যাদের মধ্যে উল্লেখযোগ্য জুলাই আন্দোলনে রাজপথে নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক খাজা মেহেদী শিকদার ও ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ। জামায়াতের এস এম খালিদুজ্জামান বেশ আলোচনায়। তাদের সঙ্গে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

দেশের ধনী শ্রেণির বড় অংশের বসবাস এই নির্বাচনি এলাকায়। বিশ্বের বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন বা দূতাবাস আছে গুলশান-বারিধারায়। এ আসনে জনপ্রতিনিধি কে হবেন তা নিয়ে সবসময় চলে ভিন্ন আলোচনা। জামায়াত ছাড়া কোনো দলই এখনো মনোনয়ন চূড়ান্ত করেনি আসনটিতে। বিএনপির বেশ কয়েকজন মনোনয়নপ্রত্যাশী পোস্টার সাঁটিয়ে প্রচারণা চালাচ্ছেন। ছোট কয়েকটি দলও আছে প্রচারণায়।

এই আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের প্রচার এবং প্রস্তুতি নিচ্ছেন জুলাই আগস্ট আন্দোলনে রাজপথে নেতৃত্ব দেওয়া সাবেক ছাত্রনেতা ও সাংবাদিক খাজা মেহেদী শিকদার।

খাজা বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে সাবেক রাষ্ট্রপতি মেজর শহীদ জিয়াউর রহমানের হাতে গড়া দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে পছন্দ করি। আমি একজন সাবেক ছাত্রনেতা। বেশ কয়েকটি পদ-পদবি পেছনে ফেলে এসেছি। সাংবাদিকতা করার সুবাদে একটি প্রতিষ্ঠানে ক্রাইম ও বিএনপি বিটের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। দলের বিবেচনার বিষয়ে আমি আশাবাদী। দল সুযোগ দিলে আমার সর্বোচ্চটা দেব।’ তিনি আরও বলেন, ক্ষমতায় আসলে বস্তি এলাকার মানুষকে উচ্ছেদ না করে তাদের জন্য সরকারিভাবে গৃহায়ন প্রকল্প হাতে নেওয়া হবে এবং প্রতিবন্ধীদের প্রশিক্ষিত করে কর্মক্ষম হিসাবে গড়ে তোলা হবে।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ফ্রান্স প্রবাসী কাজী এনায়েত উল্লাহ। কাজী এনায়েত উল্লাহ রাজধানীর বনানীর ঐতিহ্যবাহী চেয়ারম্যান বাড়ির উত্তরাধিকারী এবং প্রয়াত চেয়ারম্যানের ভাগনে। বিদেশে অবস্থান করেও তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের অর্থনৈতিক, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছেন।

ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান। তিনি বলেছেন, ‘জামায়াত ক্ষমতায় আসলে মানবিক ঢাকা-১৭ গড়তে আমরা বদ্ধপরিকর।’

এ ছাড়া, বাংলাদেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও রাজনৈতিক মঞ্চে। এবার তিনি ঢাকার-১৭ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। আগের মতো এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন, তবে কিছু দলের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।

এই আসনের সবচেয়ে আলোচিত ও শক্ত প্রার্থী আন্দালিব রহমান পার্থ। তিনি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) থেকে লড়বেন। এ ছাড়া জামায়াতে ইসলামী বাংলাদেশ, এনসিপিসহ আরও বেশ কয়েকটি দলেরও প্রার্থী রয়েছেন।