ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে আইজিপি ও ডিএমপি কমিশনার

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫, ১২:৫০ এএম
আইজিপি বাহারুল আলম ও ডিএমপি কমিশনার সাজ্জাত আলী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ৯টার কিছু আগে তারা হাসপাতালের ভিআইপি করিডোরে প্রবেশ করেন।

গত ১২ দিন ধরে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন থাকায় পরিবারসহ বিএনপির শীর্ষ নেতারা উদ্বেগে রয়েছেন।

এর আগে দুপুরে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নেওয়ার প্রস্তুতি চলছে।