সরকারি অর্থায়নে নির্মিত সফটওয়্যারকে ‘জাতীয় সম্পদ’ হিসেবে স্বীকৃতি দেওয়া এবং জনগণের অর্থে নির্মিত সফটওয়্যারের নিরাপত্তা, স্বচ্ছতা ও পুনঃব্যবহারযোগ্যতা নিশ্চিত করতে সরকারের উদ্যোগে ‘জাতীয় সোর্স কোড নীতিমালা, ২০২৫’-এর খসড়া প্রকাশ করা হয়েছে।
আইসিটি বিভাগের ওয়েবসাইটে ‘পাবলিক মানি, পাবলিক কোড’ শিরোনামে খসড়া নীতিমালা অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) আইসিটি বিভাগের জনসংযোগ বিভাগ থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নীতিমালার মূল উদ্দেশ্য হলো সরকারি অর্থায়নে উন্নয়ন বা অধিগৃহীত সফটওয়্যার সিস্টেম, অ্যাপ্লিকেশন, এপিআই এবং ডিজিটাল সেবা জাতীয় সম্পদ হিসেবে স্বীকৃত করা। এটি জাতীয় বাজেট, বৈদেশিক ঋণ বা সরকারের অধীন বাস্তবায়িত উন্নয়ন সহযোগী অর্থায়নে পরিচালিত সব প্রকল্পে প্রযোজ্য।
এ ছাড়া, নীতিমালা সকল মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর এবং সংবিধিবদ্ধ, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থার জন্য বাধ্যতামূলক হবে।
নীতিমালার প্রধান বিষয়গুলোতে রয়েছে:
- কেন্দ্রীয় জাতীয় সোর্স কোড রিপোজিটরি বাধ্যতামূলক করা
- পুনঃব্যবহারে অগ্রাধিকার নীতি প্রণয়ন
- পাবলিক মানি, পাবলিক কোড নীতি অনুসারে সোর্স কোড উন্মুক্তকরণ
- নির্দিষ্ট শর্তে অব্যাহতি প্রদান
- নিরাপদ উন্নয়ন ও ডেটাসেট ব্যবস্থাপনা
- জাতীয় ডেটা ক্যাটালগে নিবন্ধন এবং বাস্তবায়ন
- তদারকি ও সম্মতিসংক্রান্ত বিধান
আইসিটি বিভাগ অংশীজনদের মতামত আহ্বান করেছে। আগ্রহীরা ডাকযোগে বা ইমেইলে সচিব বরাবর তাদের মতামত পাঠাতে পারবেন।

