ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

গাজীপুরে দুই দায়রা জজের বাসায় চুরি, আটক ৩

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৮:৪৪ পিএম
চুরি হওয়া দায়রা জজের বাসভবন। ছবি- রূপালী বাংলাপদেশ

গাজীপুরে অতিরিক্ত দায়রা জজের সরকারি বাসভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটে গত শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের আজিম উদ্দিন কলেজ রোডে অবস্থিত সরকারি কর্মকর্তাদের আবাসিক এলাকায়, অতিরিক্ত দায়রা জজ আবু ইব্রাহীমের বাসভবন ‘গোধূলি’ বাংলোয়।

ঘটনার দুই দিন পর সোমবার সকালে, গাজীপুর আদালতের নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে বিচারক বাসায় অনুপস্থিত থাকার সুযোগে চোরেরা রাত ১১টা থেকে রোববার সকাল ১১টার মধ্যে বাংলোর বারান্দার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে।

চোরেরা ভাঙচুর করে বাড়ির এসি ইউনিট, বৈদ্যুতিক সংযোগের তামার তার, বাথরুম ফিটিংস, সিরামিকস প্লেট, পানির ট্যাপ, প্রেসার কুকার, রাইস কুকার, ওভেন, টর্চলাইট, প্লাস্টিক পাইপসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ছাড়াও কাঠের আলমারি ভেঙে ভেতরে থাকা ব্র্যান্ডের পোশাক ও কাপড় বহনকারী ব্যাগ চুরি করে।

চুরি যাওয়া মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ১ হাজার ৫৫০ টাকা।

চুরির ঘটনা প্রথম নজরে আসে রোববার সকাল পৌনে ১১টায়, যখন আদালতের অফিস সহায়ক আল আমিন ফকির ও আনিস বাসায় গিয়ে প্রধান ফটক ভাঙা দেখতে পান। এরপর তারা বিষয়টি বিচারককে জানালে বিচারক বাসায় গিয়ে চুরির দৃশ্য সরেজমিনে প্রত্যক্ষ করেন।

মামলার বাদী নাজির বিল্লাল হোসেন পাটোওয়ারী বলেন, ‘চুরির ঘটনায় অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেছি।’

গাজীপুর সদর মেট্রো থানার ওসি মেহেদী হাসান জানান, মামলার পর অভিযান চালিয়ে গত রাতে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। আজ তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।