ঢাকা সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

কালীপূজায় ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ বুড়িমারী স্থলবন্দরে

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫, ০৮:০৮ পিএম
বুড়িবাড়ী স্থলবন্দর। ছবি- রূপালী বাংলাদেশ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কালীপূজা (দীপাবলি) উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারতের চ্যাংড়াবান্ধা বন্দরের সঙ্গে তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে

সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে এই বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে এ সময় দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ বলেন, ‘কালীপূজা উপলক্ষে সোমবার থেকে বুধবার (২০-২২ অক্টোবর) পর্যন্ত তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে কাস্টমস হাউস ও বন্দরের অভ্যন্তরীণ অন্যান্য কার্যক্রম চালু থাকবে।’

তিনি আরও জানান, আগামী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হবে।

বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক (এডি) মাহমুদুল হাসান বলেন, ‘দীপাবলি উপলক্ষে ভারতের সরকারি ছুটির কারণে চ্যাংড়াবান্ধা ব্যবসায়ী সমিতি এক চিঠির মাধ্যমে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত জানিয়েছেন। পূজা শেষে পুনরায় দু’দেশের মধ্যে স্বাভাবিক বাণিজ্য কার্যক্রম শুরু হবে।’

কাস্টমসের সহকারী কমিশনার দেলোয়ার হোসেন বলেন, ‘ভারতীয় ব্যবসায়ীদের অনুরোধেই এই তিনদিন আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে আমাদের কাস্টমস হাউস এবং বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’

বুড়িমারী চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী চলাচল অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে চলছে।’