ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

রেকর্ড গড়েই চলেছে কান্তারা চ্যাপ্টার ১

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৬:৪২ পিএম
কান্তারা চ্যাপ্টার ১। ছবি- সংগৃহীত

২ অক্টোবর মুক্তি পাওয়ার পর থেকে কন্নড় ভাষার এই পৌরাণিক অ্যাকশন-ড্রামা ‘কান্তরা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ বক্স অফিসে দারুণ ব্যবসা করে যাচ্ছে। ঋষভ শেঠির লেখা ও পরিচালিত এই সিনেমাটি হোম্বলে ফিল্মসের ব্যানারে বিজয় কিরাগান্দুর এবং চালুভে গৌড়ার প্রযোজনায় মুক্তি পেয়েছে।

২০২২ সালের একই নামের ব্লকবাস্টার সিনেমার প্রিক্যুয়েল হিসেবে নির্মিত ‘কান্তরা: অধ্যায় ১’ তার প্রথম দিন থেকেই দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। বক্স অফিস রিপোর্টে জানা গেছে, মাত্র দুই সপ্তাহের মধ্যেই সিনেমাটি ৫০০ কোটি রুপির আয় ছাড়িয়েছে।

সাম্প্রতিক স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, শেঠির পরিচালিত এই মহাকাব্যিক সিনেমাটি গতকাল শনিবার একদিনে ১৩ কোটি রুপি আয় করে। যদিও তৃতীয় শুক্রবার অর্থাৎ ১৬তম দিনে আয় কিছুটা কমে ৮.৫ কোটি রুপিতে নেমেছে, তবে পাঁচটি ভাষায় সিনেমাটি ১২.৫০ কোটি রুপির ব্যবসা করেছে। তিন সপ্তাহে ভারতে মোট ৫০৬.২৫ কোটি রুপি এবং বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৭১৭.৫০ কোটি রুপিতে।

গত শনিবার (১৮ অক্টোবর) হিন্দি ভাষায় দর্শক সংখ্যা ছিল মাত্র ১১.৮৯ শতাংশ, যা কন্নড় ভাষার ৪৩.১৩ শতাংশ দর্শকের তুলনায় কম। এর মধ্যেও ‘কান্তরা’ শেষ সপ্তাহান্তে বক্স অফিসে নিজেদের আধিপত্য ধরে রেখেছে। সামনে দীপাবলির দিন মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান খুরানা ও রশ্মিকা মান্দান্নার ‘থামা’ ছবিটি, যা নতুন চ্যালেঞ্জ এনে দিতে পারে।

‘কান্তরা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ মূলত ২০২২ সালের ‘কান্তরা’ ছবির প্রিক্যুয়েল। কদম্ব রাজবংশের যুগে নির্মিত এই সিনেমার গল্প ঘুরে বেড়ায় রহস্যময় কান্তরা বনের যুবক বার্মেকের চারপাশে, যিনি দেবতাদের শক্তি, পাঞ্জুরলি ও গুলিগার সুরক্ষায় থাকা ঐ বন এবং তার জনগণের মধ্যে সংঘাতের মধ্য দিয়ে দৈব ঐতিহ্যের ইতিহাস বলে।