ঢাকা রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

হিরো আলমের দুধ দিয়ে গোসল, যা বললেন রিয়া মনি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫, ০৬:১২ পিএম
হিরো আলম ও রিয়া মনি। ছবি - সংগৃহীত

সোশ্যাল মিডিয়ার আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ব্যক্তিগত জীবনে নতুন এক বিতর্ক সৃষ্টি হয়েছে। স্ত্রী রিয়া মনির সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক কলহের পর শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে তিনি রিয়া মনিকে মৌখিক তিন তালাক দিয়েছেন। এসময় নিজেকে নতুনভাবে শুদ্ধ করতে দুধ দিয়ে গোসল করার এক অভিনব কর্মকাণ্ডে অংশ নেন তিনি।

ঘটনার বিবরণে জানা গেছে, হিরো আলমের ভক্ত নারীরা দেশের বিভিন্ন জেলা থেকে দুধ নিয়ে এসে তার পাশে দাঁড়ান। সেই দুধ দিয়ে গোসল করার মাধ্যমে হিরো আলম জানান, তিনি নিজের জীবনে নতুন শুদ্ধতা আনতে চাচ্ছেন।

তিন তালাক প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘আমার উকিল ডিভোর্সের আনুষ্ঠানিক কাগজপত্র শেষ করেছেন। তিন মাসের মধ্যে রিয়া মনিকে কোর্ট থেকে তালাকের কাগজ দেওয়া হবে। আমি তাকে তালাক দিয়েছি কারণ সে আমার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে, আমাকে খুনের চেষ্টা করেছে এবং পরকীয়া করেছে।’

অন্যদিকে, রিয়া মনি সংবাদমাধ্যমে বলেন, ‘হিরো আলম যা ভালো মনে করেছে তাই করবে। আমার এখন কিছু বলার নেই। সংসার টিকিয়ে রাখার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি।’

রিয়া মনির বক্তব্য, ‘হিরো আলম আমার নামে যা অভিযোগ করবে সেটা তার অধিকার, কিন্তু অভিযোগ প্রমাণ করতে হবে। আইনের কাছে মিথ্যা বলা সম্ভব নয়। আমি আদালতে সব পরিষ্কার করব।’

দীর্ঘদিন ধরে চলমান তাদের পারিবারিক দ্বন্দ্ব এবার দাম্পত্য বিচ্ছেদে পরিণত হলো। এই ঘটনায় নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা ও সমালোচনা।