ঢাকা বুধবার, ০৭ মে, ২০২৫

বিশ্বসাহিত্য কেন্দ্র ও গ্রামীণফোনের চুক্তি স্বাক্ষর

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ০১:২১ এএম
ছবি- সংগৃহীত

বিশ্বসাহিত্য কেন্দ্র ৪৭ বছর ধরে সারাদেশে আলোকিত মানুষ গড়ার সমৃদ্ধ স্বপ্ন নিয়ে শিক্ষার্থীদের জন্য নানাবিধ উৎকর্ষ কার্যক্রম পরিচালনা করে আসছে। এদিকে শিক্ষার্থীদের বইপড়ার চর্চাকে উৎসাহিত করতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে চুক্তি করেছে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন।

রোববার (৪ মে) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে এ চুক্তি সই হয়।

আগামী ৯ ও ১০ মে ২০২৫ তারিখে ঢাকা মহানগরের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শুরু হবে এই উৎসব। এরপর ধারাবাহিকভাবে ১৬ মে বরিশাল, ২৩ ও ২৪ মে চট্টগ্রাম, ১১ জুলাই খুলনা ও ১৯ জুলাই রাজশাহী মহানগরের পুরস্কার বিতরণ উৎসব আয়োজন করা হবে। এই পাঁচটি মহানগরের পুরস্কার বিতরণ উৎসবে বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ২০ হাজারেরও অধিক শিক্ষার্থী বইপড়ার কৃতিত্বের জন্য স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন ও সেরাপাঠক এই চারটি ক্যাটাগরিতে পুরস্কার গ্রহণ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ গ্রামীণফোনের ২০০৪ সাল থেকে ধারাবাহিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই সহযোগিতার ফলে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম এর ব্যাপ্তি ও ছাত্রছাত্রীদের মধ্যে বইপড়ার আগ্রহ অনেক বেড়েছে; তেমনি সর্বসাধারণের কাছে গ্রামীণফোনের জনকল্যাণধর্মী ভাবমূর্তি প্রতীয়মান হয়েছে। আমরা প্রত্যাশা করছি এই সহযোগিতা অব্যাহতভাবে চলবে।’

গ্রামীণফোন-এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইয়াসির আজমান বলেন, ‘আজকের তরুণরাই আগামী দিনের ভবিষ্যত। তাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। তাই তরুণদের সময়োপযোগী দক্ষতা বাড়াতে আমরা একদিকে যেমন গ্রামীণফোন একাডেমির মতো উদ্যোগ হাতে নিয়েছি, অন্যদিকে তাদের মননশীলতার বিকাশে আছি বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়ার মতো কর্মসূচির পাশে। বইপড়ার অভ্যাস গড়ে তুলতে এবং আলোকিত সমাজ গঠনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করছে বিশ্বসাহিত্য কেন্দ্র। সেই উদ্যোগের অংশ হিসেবে আজকের এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, যার সাথে গত ২১ বছর ধরে সম্পৃক্ত রয়েছে গ্রামীণফোন। এমন একটি পদক্ষেপের সাথে থাকতে পেরে আমরা গর্বিত।’

বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ এবং গ্রামীণফোনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ইয়াসির আজমান এই চুক্তিতে স্বাক্ষর করেন।