ঢাকা শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

জুলাই সনদ স্বাক্ষরে প্রস্তুত সরকার: প্রেস সচিব

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৫, ০৩:৪৮ পিএম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের জন্য সরকার প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে শফিকুল আলম লেখেন, ‘ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের জন্য আমরা প্রস্তুত। প্রতিকূল আবহাওয়ার কারণে অনুষ্ঠানটি কয়েক মিনিট দেরিতে শুরু হতে পারে। তবে সবকিছু ঠিকঠাক চলছে এবং কিছু অতিথি ইতোমধ্যে ভেন্যুতে এসে পৌঁছেছেন। আমাদের ইতিহাসের নতুন একটি অধ্যায়ের সূচনা দেখার অপেক্ষায় রইলাম।’

এদিকে, জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন আনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ।

ড. আলী রীয়াজ বলেন, ‘আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে—আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। জুলাই যোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে, যা চূড়ান্ত সনদে থাকবে, যেখানে স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষা থাকবে। এসব বিষয়ে কমিশন এবং দলগুলোর পার্থক্য নেই।’

তিনি বলেন, ‘কমিশন ৩১ অক্টোবরে পর্যন্ত বহাল রয়েছে। আজকের দিনই শেষ কথা নয়, সরকারের ব্যবস্থার দিকে নজর রাখব।’

আজ বিকেলে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে উল্লেখ করে আন্দোলনরত জুলাই যোদ্ধাদের চলে যাওয়ার আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি।