ঢাকা মঙ্গলবার, ০২ ডিসেম্বর, ২০২৫

সারা দেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১১৯৫

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫, ০৬:৪৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১ হাজার ১৯৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পাইপগান, দুটি ম্যাগজিন, গুলি ৩ রাউন্ড, দুটি রাউন্ড কার্তুজ, একটি সুইচ গিয়ার চাকু এবং তিনটি দা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছেন পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন।

এ এইচ এম শাহাদাত হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৭৬৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪২৮ জন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।