নেত্রকোনায় জেলা আওয়ামী লীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল করতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের একটি ভিডিও থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে মিছিলটি কখন, কোথায় হয়েছে, তা বলতে পারছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা।
একটি সূত্র থেকে জানা যায়, শনিবার (১০ মে) সকালে নেত্রকোনা-কেন্দুয়া সড়কের আবহাওয়া কার্যালয় এলাকায় এই ঝটিকা মিছিল করা হয়।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর নেত্রকোনা শহরসহ জেলার বিভিন্ন উপজেলায় এরই মধ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ বেশ কয়েকটি ঝটিকা মিছিল করেছে। এসব মিছিলের প্রেক্ষিতে মামলাসহ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীকে গ্রেপ্তারও করেছে পুলিশ।
এ সূত্র বলছে, আজ সকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হাফিজ রেশিম ও জেলা আওয়ামী লীগের নাম লেখা ব্যানার নিয়ে এ মিছিলটি করা হয়েছে। যা দুপুর থেকে ফেসবুকে দেখা যাচ্ছে।
ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, মুখে কালো কাপড় বেঁধে ১০ থেকে ১২ জন যুবক ঝটিকা মিছিল করেছেন। মিছিলে অংশগ্রহণকারীরা এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ ‘লিটন (জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান লিটন) ভাইয়ের অ্যাকশন ইত্যাদি স্লোগান শোনা যায়।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহ নেওয়াজ বলেন, আওয়ামী লীগের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে ভিডিওটি, কখন, কোথাকার, সে ব্যাপারে কোনো তথ্য জানা নেই। পুলিশ এ বিষয়টি নিয়ে কাজ করছে।
আপনার মতামত লিখুন :