ঘরোয়া ফুটবলে ঐতিহ্যবাহী নাম পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। ক্লাবটি অবশেষে ফিরছে দেশের শীর্ষ ফুটবল প্রতিযোগিতার প্লাটফর্ম বাংলাদেশ প্রিমিয়ার লিগে।
বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে লিটল ফ্রেন্ডস সোসাইটিকে ৩-০ গোলে পরাজিত করে দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করার মাধ্যমে নিজেদের প্রিমিয়ার লিগে খেলা নিশ্চিত করেছে সরকারি এই ক্রীড়া প্রতিষ্ঠানটি।
চলতি চ্যাম্পিয়নশিপ লিগে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পিডব্লিউডি। সমান ম্যাচে আরামবাগের পয়েন্ট ৩৩ ও সিটি ক্লাবের ২৭। ফলে বাকি তিন ম্যাচে হারলেও পিডব্লিউডির দ্বিতীয় স্থান আর হারানোর আশঙ্কা নেই।
এর মাধ্যমে প্রায় ৩০ বছর পর দেশের শীর্ষ লিগে প্রত্যাবর্তন ঘটতে যাচ্ছে পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের, যারা সর্বশেষ ১৯৯৩-৯৪ মৌসুমে খেলেছিল শীর্ষ পর্যায়ে।
তবে এই অর্জনের পরও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে নেই কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি বা অভিনন্দন বার্তা। এমনকি চ্যাম্পিয়নশিপ লিগের নিয়মিত পয়েন্ট তালিকাও প্রদান করছে না সংস্থাটি। ফলে লিগের তথ্য সংগ্রহে পড়তে হচ্ছে সাংবাদিকদের ওপর নির্ভরশীল হতে।
পিডব্লিউডি ফুটবল দলের ম্যানেজার ও গণপূর্ত অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী ইফতেখার সাদ বলেন, ‘গত মৌসুমে অনেক ভালো খেলার পরও আমরা উঠতে পারিনি। এবার অবশ্যই আনন্দের বিষয় যে আমরা প্রিমিয়ারে খেলতে যাচ্ছি। আমাদের হিসেব মতে, প্রায় ৩০ বছর পর এই অর্জন এসেছে।’
১৯৫৪ সালে প্রতিষ্ঠিত পিডব্লিউডি স্পোর্টস ক্লাব শুধু ফুটবলেই নয়, হকিসহ অন্যান্য খেলাতেও সক্রিয়।
আর্থিক ও প্রশাসনিক প্রস্তুতির বিষয়ে তিনি বলেন, ‘প্রিমিয়ারে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা আমরা শুরু করেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দল গঠনের জন্য এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে।’
আপনার মতামত লিখুন :