‘অ্যানিম্যাল’-কে টেক্কা দিল ‘স্ত্রী ২’
সেপ্টেম্বর ৪, ২০২৪, ০৫:০৮ পিএম
নারীর জয়জয়কারের কাছে হার মানল উগ্র পৌরুষ? সদ্য মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’ সিনেমার বক্স অফিসে সাফল্য দেখে এই প্রশ্নই উঠছে। সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’র গায়ে লেগেছিল ‘নারীবিদ্বেষী’ তকমা। সেই সিনেমার বক্স অফিস সংগ্রহকে এবার ছাপিয়ে গিয়েছে ‘স্ত্রী ২’। শ্রদ্ধা কাপুর অভিনীত এই সিনেমাতে নারীবাদের বার্তা রয়েছে বলে মনে করছেন দর্শক।...