আইসিটিতে সোশিয়ান এআইয়ের যত ‘আবদার’
ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০১:৩৮ এএম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে বিদেশভ্রমণের খরচ এবং প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই সেবাকাজ পাওয়ার সুযোগের মতো নানান আবদার করেছে সোশিয়ান এআই নামক একটি প্রতিষ্ঠান।বিদেশভ্রমণের খরচ পেতে জালিয়াতি বা প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে সোশিয়ান এআইয়ের দুই কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প কার্যালয়।তবে অভিযোগ উঠেছে, নোটিশ দেওয়ায় উলটো...