হাবিব মোস্তফা’র সুরে শফি মন্ডলের ‘ঠিকানা’ প্রশংসিত
ফেব্রুয়ারি ১৬, ২০২৫, ০৪:০০ পিএম
আধ্যাত্মিক ও ভাবসঙ্গীতের ঐশ্বর্যমণ্ডিত কণ্ঠ শফি মন্ডল এবার আত্মানুসন্ধানী মৌলিক গান নিয়ে হাজির হলেন। “পিতার মগজ, মায়ের জঠর, ফুটাইলো ফুল অনুরাগে, ছিলাম কোথায়, এলাম কোথায়, যাবো কোথায় শেষের ভাগে” কথামালায় ‘ঠিকানা’ শিরোনামে গানটির বাণী রচনা করেছেন সাধক গীতিকবি ও গবেষক শাকির দেওয়ান এবং তাতে সুরারোপ করেছেন হাবিব মোস্তফা, সঙ্গীতায়োজনে ছিলেন...