আজ বাঙালি কবি অতুলপ্রসাদ সেনের জন্মদিন
অক্টোবর ২০, ২০২৪, ০২:২০ পিএম
‘মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা!তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালবাসা!কি যাদু বাংলা গানে!- গান গেয়ে দাঁড় মাঝি টানে,এমন কোথা আর আছে গো!গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা।।আজ ২০ অক্টোবর কবি অতুলপ্রসাদ সেনের জন্মদিন। তিনি ১৮৭১ সালের ২০ অক্টোবর ঢাকায় মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তিনি...