প্রথমবার ওয়েব সিরিজে কায়েস আরজু
এপ্রিল ১০, ২০২৫, ১২:৩২ পিএম
প্রথমবারের মতো ওয়েব সিরিজে কাজ করেছেন চিত্রনায়ক কায়েস আরজু। সিরিজের নাম ‘রিটার্ন’। এতে তার সহশিল্পী চিত্রনায়িকা মৌমিতা মৌ। এটি পরিচালনা করছেন তাজু কামরুল। সম্প্রতি গাজীপুরে হয়েছে এর দৃশ্যধারণ। এর ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি অংশের কাজ অচিরেই শেষ করার কথা রয়েছে।নতুন মাধ্যমে অভিনয় প্রসঙ্গে কায়েস আরজু দৈনিক রূপালী বাংলাদেশকে...