বাগেরহাটে পানের বাজারে ধস, বিপুল ক্ষতির মুখে পান চাষীরা
অক্টোবর ২০, ২০২৪, ১২:৫৮ পিএম
বৈরী আবহাওয়ায় বরজ নষ্টের পর পানের দামও কমে যাওয়ায় ভবিষ্যতে পান চাষের বিষয়েও আগ্রহ হারিয়ে ফেলছেন পান চাষীরা।শনিবার (১৯ অক্টোবর) জেলার ফকিরহাট বাজার, টাউন নওয়াপাড়া, চুলকাঠি, ও মানসা বাজার ঘুরে পানের দরপতনের এ চিত্র দেখা যায়।একাধিক পান চাষি জানান, টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বরজ নষ্ট হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে...