ছন্দা এবার ‘বিউটি কুইন’ শাবানা!
অক্টোবর ২৫, ২০২৪, ০৫:৫৮ পিএম
বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘মাইজ্যা দুলাভাই’। সৈয়দ মহিদুর রহমানের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। এতে অভিনয় করেছেন গোলাম ফরিদা ছন্দা, নূর এ আলম নয়ন, তানজুম আরা পল্লী, তারিক স্বপন, আতিক খান, মাইশা, হানিফ খানসহ আরও অনেকে।নাটকের গল্পে দেখা যাবে—পিতৃ-মাতৃহীন একাকী মানিক। তার জন্মস্থান মানিকগঞ্জ...