চিটাগাংয়ের আক্ষেপ ঘুচবে, নাকি ফের ট্রফি যাবে কীর্তনখোলা পাড়ে?
ফেব্রুয়ারি ৭, ২০২৫, ১১:৪৬ এএম
বিপিএল-এর বছর ঘুরে আবারও চূড়ান্ত ফাইনাল ম্যাচের অপেক্ষা। এবারের ফাইনালে মুখোমুখি চমক দেখানো চিটাগাং কিংস এবং গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল।এই আসরে দাপট দেখানো চট্টগ্রাম তাদের সমর্থকদের মুখে হাসি ফোটাতে চায় এবং শিরোপার আক্ষেপ ঘুচানোর জন্য মাঠে নামবে। অন্যদিকে, তামিম ইকবালের নেতৃত্বে বরিশাল দলটি গতবারের শিরোপা ফিরে পেতে চাইবে। তাদের লক্ষ্য...