লিফটের ভেতর কেন আয়না থাকে
এপ্রিল ১২, ২০২৫, ১১:৩৫ পিএম
প্রায় সব বহুতল ভবন বা শপিংমলের লিফটে ঢুকলেই চোখে পড়ে একটি আয়না। কিন্তু কখনও ভেবে দেখেছেন, কেন লিফটের ভেতরে আয়না থাকে। এটা কি শুধুই নান্দনিকতার বিষয় নাকি এর পেছনে অন্য কোন বিশেষ কারণ রয়েছে।জাপানের লিফট অ্যাসোসিয়েশন একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, প্রতিটি লিফটে একটি আয়না লাগানো বাধ্যতামূলক। এটি সাজসজ্জার জন্য...