সুন্দরবনে বনদস্যু আতঙ্ক, বিকল্প পেশায় বনজীবীরা
ডিসেম্বর ২০, ২০২৪, ০৮:১৩ পিএম
সুন্দরবনের বনদস্যুদের আনাগোনা মারাত্বক হারে বৃদ্ধি পেয়েছে উপকূলীয় অঞ্চলে রাত পোহালেই সোনা যায় নতুন নতুন খবর জিম্মি অপহরণ মুক্তিপণের খবরে সুন্দরবনের বনজীবীরা পেশা পরিবর্তন করে ভিন্ন পেশায় চলে যাচ্ছে। ফলে সরকার পড়েছে রাজস্ব সঙ্কটে বলে জানিয়েছে পশ্চিম সুন্দরবনের সদ্য যোগদানকারী বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম। পশ্চিম বন বিভাগে কৈখালি, শৈলখালি, ভেটখালি,...