এবার আইনের ফাঁদে শাহরুখ-দীপিকা, প্রতারণার অভিযোগে উত্তাল বলিউড!
আগস্ট ২৭, ২০২৫, ০৭:৫৪ পিএম
বলিউডের বাদশাহ শাহরুখ খান আর পর্দার ‘পদ্মাবতী’ দীপিকা পাডুকোন এবার সিনেমার রোম্যান্স নয়, আইনি ঝড়ের মুখে। রাজস্থানের ভরতপুরের কীর্তি সিং নামের এক আইনজীবী অভিযোগ করেছেন, ২০২২ সালে যে গাড়ি তিনি কিনেছিলেন, তার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শাহরুখ-দীপিকা।
অগ্রীম ৫১ হাজার রুপি দিয়ে বাকিটা ঋণ শোধ করে গাড়ি হাতে পান তিনি, কিন্তু অল্পদিনের...