কটিয়াদী ঢাকের হাট: পাঁচশো বছরের ঐতিহ্যে বাজে তাক দুম তাক দুম
সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০৮:০৪ পিএম
শারদীয় দুর্গোৎসব ঘনিয়ে আসছে। দেশের গ্রামগঞ্জে পূজামণ্ডপ সাজছে রঙ, আলো ও প্রতিমার আভায়। কিন্তু কটিয়াদীর আড়িয়াল খাঁ নদীর পাড়ে জমে উঠেছে এক ভিন্ন কোলাহল। সেখানে বসেছে বিখ্যাত ঢাকের হাট, যেখানে শুধু বাদ্যযন্ত্র নয়, ভাড়া হয় পুরো বাদক দল।
গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই হাটে ঢাক, ঢোল, কাঁসর, সানাই, বাঁশি, খঞ্জরি,...