এবার চাঁদে পাওয়া যাবে ৪জি নেটওয়ার্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৫, ১২:৩৩ পিএম
প্রথমবারের মতো চাঁদে ৪জি সেলুলার নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে নকিয়া, যা মহাকাশ যোগাযোগে নতুন দিগন্ত উন্মোচন করবে। চলতি মাসের শেষে ইনটুইটিভ মেশিনসের একটি মিশনের মাধ্যমে এ প্রযুক্তি চাঁদে পাঠানো হবে।আগে মহাকাশ যোগাযোগ পয়েন্ট-টু-পয়েন্ট রেডিও প্রযুক্তির ওপর নির্ভরশীল ছিল, যা সীমিত ডেটা আদান-প্রদানের অনুমতি দিত। তবে নাসার আর্টেমিস প্রোগ্রামের অধীনে ২০২৮...