পৃথিবীতে ফিরলেন মার্কিন-রুশ ৩ নভোচারী
এপ্রিল ২০, ২০২৫, ০৭:৪৮ পিএম
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) সাত মাসের অভিযান শেষে পৃথিবীতে ফিরেছেন তিন নভোচারী। তারা হলেন, মার্কিন নভোচারী ডোনাল্ড পেটিট, রুশ নভোচারী অ্যালেক্সি ওভচিনিন ও ইভান ওয়াগনার।
রোববার (২০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে রুশ সয়ুজ এমএস-২৬ মহাকাশযানটি কাজাখস্তানের জেজকাজগান শহরের দক্ষিণ-পূর্বে অবতরণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের নাসা ও রাশিয়ার রসকসমস মহাকাশ সংস্থা...