প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের অন্নপূর্ণা-১ জয় করলেন বাবর
এপ্রিল ৭, ২০২৫, ০২:৩৯ পিএম
হিমালয় পর্বতমালায় অবস্থিত অন্নপূর্ণা-১ (৮,০৯১ মিটার) পর্বতের চূড়ায় এবার বাংলাদেশের পতাকা ওড়ালেন বাবর আলী। সোমবার (৭ এপ্রিল) সকালে তিনি পর্বতশৃঙ্গে পৌঁছান।এ তথ্য নিশ্চিত করেছেন অভিযানের ব্যবস্থাপক ফরহান জামান এবং নেপালের অভিযানের পরিচালনাকারী প্রতিষ্ঠান মাকালু অ্যাডভেঞ্চারের স্বত্বাধিকারী মোহন লামসাল।বাবর আলীর সংগঠন এবং এই অভিযানের আয়োজক ভার্টিক্যাল ড্রিমার্স পর্বতারোহণ ক্লাবের পক্ষ থেকে...