পলিয়ার ওয়াহিদের কাব্যগ্রন্থ ‘গুলি ও গাদ্দার’
ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০১:৪৪ পিএম
কবি পলিয়ার ওয়াহিদ একজন কবি। তবে কবিতার পাশাপাশি তিনি গদ্যও লিখে থাকেন। তার কবিতায় মাটিলগ্ন মানুষের আদন্দ-বেদনা ধরা পড়ে গভীরভাবে। সহজ-সাবলীল ভাষায় বাংলার প্রাণ-প্রকৃতি ও প্রেমের অনুভূতিও তার কবিতায় দেখা যায়।কবি পলিয়ার ওয়াহিদের নতুন দুটি কাব্যগ্রন্থ অমর একুশে বইমেলা-২০২৫ এ প্রকাশিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কবিতা ‘গুলি ও গাদ্দার’। বইটির...